ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ: ডিএসই পরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২০ মে ২০২৫   আপডেট: ১২:০১, ২০ মে ২০২৫
অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ: ডিএসই পরিচালক

রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে বিইউবিটি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য সচেতনতামূলক কর্মশালা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কামরুজ্জামান বলেন, ‘‘দেশের শিল্পোন্নয়ন তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম৷ পুঁজিবাজারের মাধ্যমেই জনগণের সঞ্চিত ছোট ছোট সঞ্চয় বৃহৎ পুঁজির সৃষ্টির মাধ্যমে শিল্পায়ন গড়ে ওঠে৷ আপনারাই এই পুঁজিবাজারের ভবিষ্যত নেতৃত্বদানকারী৷ তাই এই পুঁজিবাজার সম্পর্কে একটা ধারনা থাকা দরকার৷ অর্থনীতির টেকসই উন্নয়ন এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য পুঁজিবাজার বিষয়ক জ্ঞান অপরিহার্য। আপনাদের উদ্ভাবনী চিন্তা চেতনা ভবিষ্যতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এই অঞ্চলে একটি নেতৃত্বদানকারী স্টক এক্সচেজ্ঞ হিসেবে আবির্ভূত হবে৷’’

সোমবার (১৯ মে) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিসনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য সচেতনতামূলক কর্মশালায় তিনি এসব কথা বলেন৷

পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষার অংশ হিসেবে এ সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়।

ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্বিক আহমেদ শাহ, বিইউবিটি এর ফ্যাকাল্টি অর বিসনেস এন্ড সোশ্যাল সাইন্সেস এর অধ্যাপক ও ডিন ড. সাঈদ মাসুদ হুসাইন এবং ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷

ডিএসইর পরিচালক বলেন, ‘‘এ আয়োজন পুঁজিবাজার সম্পর্কে প্রাকটিক্যালভাবে জানার একটি বড় সুযোগ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ডিএসই’র এই সচেতনতামূলক কর্মশালার মাধ্যমে পুঁজিবাজার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে টেকনিক্যাল বিষয়ে জানতে পারবে। এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ক্যাপিটাল মার্কেট সম্পর্কে জানার অনেক বড় একটি সুযোগ। আজকের এই প্রোগামে যা জানা যাবে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যেমন কাজে আসবে, তেমনি ছাত্রছাত্রীদের জন্যও কাজে আসবে বলে আমি মনে করি।’’

তিনি অরো বলেন, ‘‘বিনিয়োগকারীদের পাশাপাশি ছাএ শিক্ষক সকল শ্রেণীর জন্য ডিএসই’র বিনিয়োগ শিক্ষা কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। শুধু বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশব্যাপী বিনিয়োগকারীদের সচেতন করার জন্য এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগে ঝুঁকি এড়িয়ে জেনে বুঝে বিনিয়োগ করে। জনগণের দোড়গোড়ায় ডিএসই’র সেবা পৌছে দেওয়ার পাশাপাশি একটি সমৃদ্ধশালী এবং টেকসই পুঁজিবাজার বিনির্মাণে নিরন্তরকাজ করে যাচ্ছে ডিএসই৷’’

কর্মশালায় পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷ মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ঢাকা/এনটি/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়