ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিও ফি ১৫০ টাকা করা সিদ্ধান্ত বিএসইসির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৫, ২৮ মে ২০২৫  
বিও ফি ১৫০ টাকা করা সিদ্ধান্ত বিএসইসির

বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ থেকে কমিয়ে ১৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন:

সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে প্রতি বছর ৪৫০ টাকা হারে আদায় করা বিও হিসাব ফি কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হবে। দ্রুত এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে।

 

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়