‘জেড’ ক্যাটাগরিতে নামল ৯ কোম্পানি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে না পারার কারণে কোম্পানিগুলোর এই ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, বিচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস.আলম কোল্ড রোল্ড, জেমিনি সি ফুড ও বেস্ট হোল্ডিংস।
এরমধ্যে বেস্ট হোল্ডিংস, জেমিনি সি ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে।
আর কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, এস. আলম কোল্ড রোল্ড ও ফু-ওয়াং ফুড ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে। রবিবার (৪ জানুয়ারি) থেকে কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন কার্যকর হয়েছে।
এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিগুলোকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই, যা রবিবার থেকে কার্যকর হয়েছে।
ঢাকা/এনটি/এস