সমতা লেদারের আর্থিক হিসাব নিয়ে নিরীক্ষকের শঙ্কা
পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স পিএলসির প্রকাশিত আর্থিক হিসাবের তথ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট নিরীক্ষক।
কোম্পানির ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক হিসাব নিরীক্ষা করে এমন তথ্য জানিয়ে নিরীক্ষা প্রতিষ্ঠান টি. হুসাইন অ্যান্ড কং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষক জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে ২ কোটি ১২ লাখ টাকার মজুত পণ্য ছিল বলে তথ্য প্রকাশ করা হয়। তবে নিরীক্ষক সরেজমিনে সেই তথ্যের কোনো সত্যতা পায়নি।
এদিকে, কোম্পানি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ২.৫০ কোটি টাকা পাবে বলে আর্থিক হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে নিরীক্ষক সেই তথ্য যাচাইয়ে কোনো গ্রাহকদের সাড়া পায়নি।
সমতা লেদার দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি। তবে কোম্পানির শেয়ার নিয়ে মাঝে মধ্যেই কারসাজি হয়ে থাকে। কোনো সংবেদনশীল তথ্য বা কোনো কারণ ছাড়াই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ে। যার পেছনে কোনো যৌক্তিকতা খুঁজে পায়নি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) কর্তৃপক্ষ। স্বল্পমূলধনী কোম্পানি হওয়ায় যা সহজ বলে মনে করে বাজার সংশ্লিষ্টরা।
সমতা লেদার কমপ্লেক্স পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৮ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজার। সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৩.৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬২.০২ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/এসবি