সূর্য সেন স্মারক বিতর্কে রানার্স-আপ ইউআইইউডিসি
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি) ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব ২০২৬-এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। সূর্যসেন বিতর্ক ধারার উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী এই জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (৪ জানুয়ারি ২০২৬) তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবের সেমিফাইনাল রাউন্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অসাধারণ বিতর্ক দক্ষতা প্রদর্শনের মাধ্যমে বিজয় অর্জন করে ইউআইইউ ডিবেটিং দল ফাইনাল রাউন্ডে এসে উত্তীর্ণ হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত পর্বে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে দলটি।
ইউআইইউ ডিবেট ক্লাবের ৩ সদস্যের এই দলে ছিলেন মো. তাসনিম হোসেন, মো. সুয়াদ হোসেন এবং ইকরামুল হাসিব অর্ণব। দলের সদস্য মো. তাসনিম হোসেন তৃতীয় স্পিকার ব্রেক অর্জন করেন।
এই বিতর্ক উৎসবে দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
ঢাকা/জান্নাত