ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশকে আইসিসির চিঠি, মোস্তাফিজুরসহ তিনটি ইস্যুতে নিরাপত্তা শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:১৯, ১২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশকে আইসিসির চিঠি, মোস্তাফিজুরসহ তিনটি ইস্যুতে নিরাপত্তা শঙ্কা

বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলে নিরাপত্তা শঙ্কা রয়েছে। এই মর্মে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে। তার ভাষ্য, ‘‘চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।’’

আরো পড়ুন:

মোস্তাফিজুরকে নিয়ে নিরাপত্তা শঙ্কা কেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জাতীয় দলের বাঁহাতি পেসারকে এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপরই দূরত্ব বাড়তে থাকে বাংলাদেশ ও ভারতের মধ্যে। যেখানে একজন ক্রিকেটারকে ভারত নিরাপত্তা দিতে পারে না, সেখানে পুরো দলকে কিভাবে নিরাপত্তা দেবে ভারত? সেই প্রশ্ন তুলে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতা প্রকাশ করে। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করে।

আইসিসি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড়, কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। আসিফ নজরুল আজ আবারো একই কথা বলেছেন গণমাধ্যমে, ‘‘ভারতে এখন যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত ১৬ মাস ধরে চলা অব্যাহত ক্যাম্পেইনের প্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। মোস্তাফিজের ইস্যু এবং আইসিসির এই চিঠির মাধ্যমে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’’

‘‘যেখানে আমাদের দলের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড- ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে, বুঝলাম না। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই। ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নাই।’’

আইসিসি স্বাধীন সংস্থা। তাদেরকে সবার সুবিধার কথা মাথায় রেখে প্রতিযোগিতা আয়োজন করা উচিত এবং নির্দিষ্ট কোনো দেশের চিন্তা বাদ দেওয়া উচিৎ বলেও মনে করেন ক্রীড়া উপদেষ্টা, ‘‘ক্রিকেটের ওপর কারও মনোপলি থাকা উচিত না। আইসিসি যদি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হয় এবং ভারতের কথায় ওঠবস না করে, তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়