ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত দুইজন জনতা জুট মিলের শ্রমিক ছিলেন।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে তিন শ্রমিক নিহত হয়েছে। এতে অন্তত নয়জন শ্রমিক গুরুতর আহত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের সুতাসি অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তিনজন নিহত ও নয়জন গুরুতর আহত হয়েছে। তারা সবাই জনতা জুট মিলের শ্রমিক।
তিনি বলেন, ‘‘যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই বিষয়টি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে শ্রমিকদের নিয়ে একটি পিকআপ ভ্যান ডোবরা গ্রামে অবস্থিত ‘জনতা জুট মিলের’ দিকে যাচ্ছিল। পথিমধ্যে সুতাসি রেল ক্রসিং পার হওয়ার সময় রাজবাড়ীর কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন পিকআপে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় পিকআপ ভ্যান ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
রেল ক্রসিংটি অরক্ষিত ছিল। পিকআপ ভ্যানের চালক ট্রেন আসার বিষয়টি খেয়াল না করে দ্রুত পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের সাইফার মোল্যার দুই ছেলে জব্বার মোল্যা ও মুসা মোল্যা। নিহত অপর নারী শ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় আহত নয়জনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জরুরী বিভাগের চিকিৎসক আফরিন রোজা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত সকলে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ঢাকা/তামিম/বকুল