ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি আর মা আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৩, ১১ জানুয়ারি ২০২৬
আমি আর মা আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

মায়ের সঙ্গে ঐন্দ্রিলা সেন

মানুষের জীবন নানাবিধ ওঠানামার মধ্য দিয়ে যায়। কখনো কখনো জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এমন এক পর্যায়ে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও তার মা আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেই দুঃসহ সময়ের কথা বর্ণনা করেছেন এই অভিনেত্রী।

২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান ঐন্দ্রিলার বাবা শান্তনু সেন। তখন ঐন্দ্রিলার বয়স ২০ বছর। সেই দিনের ঘটনা বর্ণনা করে এই অভিনেত্রী বলেন, “আমি এখনো সেদিনের কথা ভুলতে পারি না। আমি কোলাঘাটের কাছে একটি শুটিংয়ে গিয়েছিলাম। আমার সঙ্গে আমার মা ছিলেন। মাত্র আধা ঘণ্টা আগেই বাবার সঙ্গে আমাদের কথা হয়েছিল। হঠাৎ মায়ের কাছে একটি ফোন আসে, বাবার এক্সিডেন্ট হয়েছে, আমরা যেন তাড়াতাড়ি চলে যাই।” 

আরো পড়ুন:

কলকাতার বেহালা শীলপাড়া এলাকায় একেবারে মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন ঐন্দ্রিলা। তার মা গৃহবধূ হলেও মেয়ের পড়াশোনা, অভিনয় নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকতেন। আর সংসারের বাকি সব দেখাশোনা করতেন ঐন্দ্রিলার বাবা। এ অভিনেত্রীর ভাষায়—“আমরা জানতাম না এটিএম থেকে কীভাবে টাকা তুলতে হয়, কীভাবে ইলেকট্রিক বিল দিতে হয়!” 

মায়ের সঙ্গে ঐন্দ্রিলা সেন


বাবার ওপরে নির্ভরশীল থাকার ব্যাপারটি আরো ব্যাখ্যা করে ঐন্দ্রিলা বলেন, “আমি এবং মা সম্পূর্ণ বাবার ওপর নির্ভরশীল ছিলাম। শ্মশানে বসেও আমি বলেছিলাম, ‘বাবাকে বলো বাবা সব এনে দেবে।’ বাবাকে যে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলব, সেটা কল্পনাও করতে পারিনি। আমি হয়তো ভাবতেও পারিনি, আমার সঙ্গে আমার বাবা নেই। সেই সময়টা ভীষণ কঠিন ছিল।” 

এ পরিস্থিতিতে ঐন্দ্রিলা ও তার মা আত্মহননের চিন্তাও করেছিলেন। এ তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমরা বাজার করতে জানতাম না, কোথায় গহনা থাকে সেটাও জানতাম না। এক কথায় আমি আর আমার মা সম্পূর্ণ বাবার ওপর নির্ভরশীল ছিলাম। একটা সময় আমি আর মা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা আত্মহত্যা করব। অনেক কষ্টে সেই সময় থেকে বেরিয়ে এসেছি।” 

ঐন্দ্রিলা সেন


রবি কিনাগী নির্মিত ‘বন্ধন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঐন্দ্রিলার। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত জিৎ-কোয়েল অভিনীত এ সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করেন তিনি। পরের বছরই ‘সকাল সন্ধ্যা’ ও ‘রাজু আঙ্কেল’ সিনেমায় অভিনয় করেন ঐন্দ্রিল। ২০০৬ সালে ‘খেলা’ ধারাবাহিকে দেখা যায় তাকে। তাছাড়া ‘সাতপাকে বাঁধা’, ‘ফাগুন বউ’ ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। 

ঐন্দ্রিলা সেন


পরবর্তীতে চলচ্চিত্রে মন দেন ঐন্দ্রিলা। অঙ্কুশ হাজরার সঙ্গে ‘ম্যাজিক’, ‘লাভ ম্যারেজ’, ‘মির্জা’ এর মতো সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে ‘সাজঘর’, ‘চন্দ্রবিন্দু’ সিনেমার কাজ তার হাতে রয়েছে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়