ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১২ জানুয়ারি ২০২৬  
খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হলেও সত্য কখনো চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীকে পরিণত হয়েছেন। রাজনৈতিক নিপীড়ন অতিক্রম করে তিনি মানুষের সর্বোচ্চ সম্মান নিয়ে বিদায় নিয়েছেন। তার কবর জিয়ারতে মানুষের ঢলই সেই বাস্তবতার প্রমাণ।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একজন নেত্রীর বিদায় নয়, এটি মহাকালের পতন এবং একটি মহান অধ্যায়ের সমাপ্তি। দীর্ঘ সংগ্রাম, নির্যাতন ও নিপীড়নের মধ্যেও তিনি মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করে বিদায় নিয়েছেন। তার চলে যাওয়ায় বাংলাদেশের আকাশ থেকে যেন একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে। যদিও তিনি আজ আমাদের চোখের আড়ালে, তার আদর্শ, চিন্তা ও চেতনা এখনো জাতির মননে দীপ্ত হয়ে জ্বলছে।

তিনি বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। বিএনপি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এই আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে।

সেলিমা রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, এটি গভীরভাবে বেদনাদায়ক। তবে, বিএনপি এই শোককে শক্তিতে রূপান্তর করতে চায়। সেই শক্তিই আজ দেশের জনগণের শক্তি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সারাজীবন ছিল সংগ্রামে ভরা। তিনি গণতন্ত্র ও স্বাধীনতার পতাকা দৃঢ়ভাবে সমুন্নত রেখেছেন এবং বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। জীবনে তিনি যে নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়েছেন, তা তার প্রাপ্য ছিল না। তবু, তিনি আপসহীন দেশপ্রেমে অবিচল ছিলেন।

বিএনপির এই প্রবীণ নেত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। তার শাহাদাতের পর দেশ ও দলের প্রয়োজনে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করেছেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/আলী/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়