ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:০৩, ১২ জানুয়ারি ২০২৬
ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ

গাইবান্ধায় মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় কাবিল হোসেন মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই হাতেম আলী।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজিরকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাবিল হোসেন মন্ডল উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন নজু মণ্ডলের ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে ভাই হাতেম আলীকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়স্বজনের বাড়ির উদ্দেশে বের হন।। গাজিরকুড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই কাবিল হোসেন মারা যান। আহত অবস্থায় হাতেম আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়