ডিএসইতে সূচকের উত্থান, সিএসইতে পতন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইকে লেনদেন কমলেও সিএসইতে বেড়ছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। সোমবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে লেনদেন চলাকালে সূচক বেশ কয়েবার পতনমুখী হয়। তবে লেনদেন শেষ হওয়ার আগে সূচক সামন্য উত্থান অবস্থায় ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৯৮ পয়েন্ট কমে ৯৯৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১.৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত আছে ৭৮টির।
এদিন, ডিএসইতে মোট ৩৫২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৬৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২০.৩৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৫৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৫৮ পয়েন্ট কমে ৮৫২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৪.৫৬ পয়েন্ট কমে ১২ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৩টি কোম্পানির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।
সিএসইতে ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/বকুল