ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন মেশিন আমদানি করবে সিনোবাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৯ জানুয়ারি ২০২৬  
উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন মেশিন আমদানি করবে সিনোবাংলা

কাঁচামালের ব্যয় কমানো এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন রিসাইক্লিং ও লুম মেশিন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ সংক্রান্ত একাধিক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, চীনের চাংঝো ডিউন এনভায়রনমেন্টাল টেকনোলজি কোম্পানি লিমিটেড থেকে একটি সম্পূর্ণ নতুন রিসাইক্লিং মেশিন আমদানি করা হবে, যার মূল্য ০.১৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে কাপড় উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে একটি নতুন লুম মেশিন আমদানির অনুমোদন দিয়েছে কোম্পানির পর্ষদ। লুম মেশিনটির মূল্য ধরা হয়েছে ০.১৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, রিসাইক্লিং মেশিন স্থাপনের জন্য ৭ হাজার ১০০ বর্গফুট আয়তনের একটি স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণ করা হবে। এ ভবন নির্মাণ ও মেশিন ইনস্টলেশন বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন মেশিন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়ন আংশিকভাবে কোম্পানির নিজস্ব তহবিল থেকে এবং আংশিকভাবে ব্যাংক ঋণের মাধ্যমে করা হবে।

এসব বিনিয়োগের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকায়ন হবে এবং দক্ষতা বাড়বে, যা ভবিষ্যতে কোম্পানির রাজস্ব ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়