ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৩ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

 

রোববার দুপুরে তৃতীয় বিজ্ঞান ভবনের পাশ থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

 

সমাবেশে বক্তারা বলেন, লিপু হত্যার ২০ দিন পরেও মামলার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে মনে হচ্ছে, লিপু হত্যার বিচার দীর্ঘসূত্রতায় রূপ নিচ্ছে। তাই বাধ্য হয়ে আবারও রাস্তায় নামতে হচ্ছে বিচার দাবিতে, যেটা কাম্য নয়। এছাড়া সমাবেশ থেকে আগামী মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রতীকী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে নগরীর মতিহার থানায় লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।

 

 

রাইজিংবিডি/রাবি/১৩ নভেম্বর ২০১৬/মেহেদী হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়