ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৫১ জন

বিশ্ববিদ‌্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩১, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৫১ জন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৩৫৫ টি আসনের বিপরীতে অনলাইনে আবেদন জমা পড়েছে ৬৮৭৪৩ টি।

সে অনুযায়ী এই বছর প্রতিটি আসনের বিপরীতে ৫১ জন ভর্তিচ্ছু লড়বে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর ‘এ’ ইউনিটে ২০ হাজার ৩০৪, ‘বি’ ইউনিটে ১৭ হাজার ৫৩২, ‘সি’ ইউনিটে ৮ হাজার ২৪৮, ‘ডি’ ইউনিটে ১৪ হাজার ২৪২, ‘ই’ ইউনিটে ৪ হাজার ৬৯৯ ও 'এফ' ইউনিটে ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।

উল্লেখ্য, এবার ভর্তি পরীক্ষায় আবেদন গত বছরের তুলনায় কমে গেছে। গত বছর আবেদন হয়েছিল ৭০২৯৮ টি। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

গত ৫ সেপ্টেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়ে শেষ হয় ১৭ অক্টোবর। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ১ এবং ২ নভেম্বর।


নোবিপ্রবি/এস আহমেদ ফাহিম/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়