ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যে কারণে ফের ডাকসু নির্বাচনে প্রার্থী হবেন না নুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে কারণে ফের ডাকসু নির্বাচনে প্রার্থী হবেন না নুর

আগামী মার্চে শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান কমিটির মেয়াদ। নতুন নেতৃত্ব নির্ধারণে আগামীতে যে নির্বাচন হবে তাতে অংশ নেবেন না ডাকসুর বর্তমান ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, আমি ডাকসুতে নতুন নেতৃত্ব দেখতে চাই। আমি চাই, নতুন কেউ এই পদে আসুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ছাত্র সংসদের সবচেয়ে বড় পদে আমি নির্বাচন করে জয়ী হয়েছি। তাই আবার একই পদে নির্বাচন করার ইচ্ছা আমার নেই। নানা প্রতিকূলতা সত্ত্বেও ছাত্ররা ভোট দিয়ে আমাকে ভিপি নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। আমি ভিপি হওয়ার আগেও সাধারণ ছাত্রদের দাবি নিয়ে সোচ্ছার ছিলাম, ভিপি হওয়ার পরেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।

এবার কে ভিপি পদে নির্বাচন করবে, এমন প্রশ্নের জবাবে নুর বলেন, এখনো এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে অনেক নেতা আছেন। তাদের মধ‌্যে থেকেই একজন ভিপি পদে নির্বাচন করবেন।


ঢাকা/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়