ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

ফাইল ফটো

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গত বারের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

গত বছরের মতো এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা। এবার ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫ হাজার ৭৫৪ জন। আর মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ১৪৪ জন। গত বছর পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৫২ হাজার ১১০ জন। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৫৩ হাজার ৪৮৪ জন।

রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৪৭ জন। চট্টগ্রাম বোর্ডে ৯ হাজার ৮ জন, ময়মনসিংহ বোর্ডে ৭৪৩৪ জন, বরিশাল বোর্ডে ৪ হাজার ৪৮৩ জন, যশোর বোর্ডে ১৩ হাজার ৭৬৪ জন জিপিএ-৫ পেয়েছে।

কুমিল্লা বোর্ডে ১০ হাজার ২৪৫ জন । রাজশাহী বোর্ডে ২৬ হাজার ১৬৭ জন। সিলেট বোর্ডে ৪ হাজার ২৬৩ জন । দিনাজপুর বোর্ডে ১২ হাজার ৮৬ জন। মাদ্রাসায় ৭ হাজার ৫১৬ জন, কারিগরিতে ৪ হাজার ৮৮৫ জন জিপিএ-৫ পেয়েছে।



ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়