ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাবিপ্রবির ভিসিসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

হাবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাবিপ্রবির ভিসিসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে মিল্টনসহ দু’ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রুহুল আমিনসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার বিকেলে দিনাজপুর সদর সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসেনের আদালতে এ মামলা দায়ের করেছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ী গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে মকছুদার রহমান। তিনি ১৬ এপ্রিল রাতে এই বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে নিহত মাহমুদুল হাসান মিল্টনের বড় চাচা। মামলাটি আদালত গ্রহণ করে সুষ্ঠু তদন্তের জন্য দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। মামলায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রুহুল আমিন, দিনাজপুর জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, দিনাজপুর কোতয়ালী

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ ৪১জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে হাবিপ্রবি ক্যাম্পাসে দুই ছাত্র হত্যার ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদী হয়ে ৫০/৬০ অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেছে। হাবিপ্রবি কর্তৃপক্ষের দেওয়া মামলা পুলিশ আমলে নেয়নি। উল্লেখ্য, ১৬ এপ্রিল রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে দু’ছাত্র নিহত হয়। আহত হয় শিক্ষকসহ আরও ১০ জন। দু’ছাত্র নেতা নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে প্রতিবাদের বিভিন্ন কর্মসুচি চলছে।

 

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৫/হাবিপ্রবি প্রতিনিধি/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়