ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাবিতে ভিসিবিরোধী আন্দোলন অব্যাহত

জাহিদ হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২৪ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাবিতে ভিসিবিরোধী আন্দোলন অব্যাহত

শাবি প্রতিনিধি: ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ে আন্দোলন অব্যাহত রয়েছে।

 

বুধবার সকাল ৮টা থেকে ভিসি ভবনের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান করেন আন্দোলনরত শিক্ষকরা। সেই সঙ্গে চলছে শিক্ষক সমিতির উদ্যোগে জরুরি সাধারণ সভা।

 

এদিকে দুপুর সাড়ে ১২টায় আন্দোলন প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে শাবি শাখা ছাত্রলীগ।

 

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, ভিসিবিরোধী এ আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকাল ৮টা থেকেই ভিসি ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা।

 

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের ব্যানারে আয়োজিত এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম।

 

অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বিশিষ্ট লেখক-কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুল গণি ও প্রাক্তন সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুর রহমানসহ প্রায় ৩০-৪০ জন শিক্ষক অংশ নেন।

 

ভিসি ভবন অবরুদ্ধ থাকায় আজও ভিসি তার কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। তবে এ আন্দোলনের মধ্যেও ক্লাস-পরীক্ষা যথারীতি চলছে বলে বিভিন্ন বিভাগ সূত্রে জানা গেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষকরা জানান, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

প্রসঙ্গত, ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবিতে সোমবার থেকে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। প্রথম দিন বিকাল ৪টা পর্যন্ত, মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

 

 

 

 

রাইজিংবিডি/শাবি/২৪ জুন ২০১৫/জাহিদ হাসান/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়