ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মৌলভীবাজারে ৮ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৯ অক্টোবর ২০২০  
মৌলভীবাজারে ৮ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সব সেশনের পরীক্ষা দ্রুত নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে পলিটেকনিক ও মৌলভীবাজর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অ‌ক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আ‌য়োজন করা হয়।

মৌলভীবাজার পলিটকনিক ইনস্টিটিউটের  ৪র্থ পর্বের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী জামির আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী ছাব্বির আহমদ, নুরুল আহমদ, খোকন আহমদ, রিপন আহমদ ও ফাহমিদা আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, পলিটেকনিকের সেশনজট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাতে-কলমে ক্লাস ছাড়া শিক্ষার্থীরা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। সকল পর্বের ক্লাসের ব্যবস্থা করা যদি অনলাইনে করানো হয় সেক্ষেত্রে নেট বিল প্রদান করতে হবে। তত্ত্বীয় পরীক্ষাগুলো অটোপাশ দিয়ে প্রাকটিক্যাল পরীক্ষাগুলো শর্ট সিলেবাসে নিতে হবে। পূর্ববর্তী সেমিস্টারের রেফার্ড পরীক্ষাগুলো বিবেচনায় এনে সবাইকে উত্তীর্ণ দিতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।

সাইফুল্লাহ/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়