ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৪১৫৯ প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১৯ জানুয়ারি ২০২১  
৪১৫৯ প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে সমাবেশ

৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে সমাবেশ করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষকরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে শিক্ষকরা বলেন, ‘১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধবিধ্বস্ত জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ৩২ হাজার এবং পরবর্তী সময়ে ৪ হাজার ১৬০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। তাকে আজও স্মরণ করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।’

তারা বলেন, ‘জাতীয়করণের সময় সঠিক পরিসংখ্যান না হওয়ায় ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাদ পড়ে। পরবর্তী সময়ে জাতীয়করণের জন্য এই বিদ্যালয়গুলোর মধ‌্যে থেকে যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে তালিকা পাঠায় উপজেলা ও জেলা যাচাই বাছাই কমিটি। কিন্তু গত ৬ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পরিবর্তে নতুন বিদ্যালয় স্থাপনের সুপারিশ করে। যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্মাহত করে।’

তাদের দাবি, নতুন বিদ্যালয় স্থাপনের আগে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হোক।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়