ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনায় মারা গেছেন ৫৭ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২১  
করোনায় মারা গেছেন ৫৭ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

করোনা পরিস্থিতিতে গত বছরের মার্চ থেকেই বন্ধ আছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ১ হাজার ৫৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৭ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী।

শনিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরেরর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ১ হাজার ৫২৫ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১ হাজার ৪২৫ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৭ জন। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ ৮ জন কর্মকর্তা-কর্মচারী, ইউজিসি’র ৯ জন কর্মকর্তা, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের একজন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের একজন, ব্যানবেইসের ২৪ জন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ডের সাতজন, ঢাকা শিক্ষা বোর্ডের তিনজন, বরিশাল শিক্ষা বোর্ডের আটজন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ১২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পাঁচজন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৩৫ জন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ছয়জন আক্রান্ত হয়েছেন।

জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, এ মাসে করোনায় আক্রান্ত হয়েছেন মাউশির ১০ জন, ঢাকা শিক্ষা বোর্ডের দুজন এবং যশোর বোর্ডের সাতজন।

গত ৮ ফেব্রুয়ারি এ বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, যারা করোনায় মারা গেছেন, তাদের পরিবারকে দ্রুত পেনশনের টাকা দেওয়াসহ যাবতীয় পাওনা পরিশোধ করা হবে।

ইয়ামিন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়