ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

বেসরকারি শিক্ষকদের ঈদ বোনাস ও এপ্রিলের বেতন ছাড়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২ মে ২০২১  
বেসরকারি শিক্ষকদের ঈদ বোনাস ও এপ্রিলের বেতন ছাড়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস একসঙ্গে ছাড় করা হয়েছে।

রোববার (২ মে)  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব‌্যাংকে আটটি চেক জমা দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের আগামী ৮ মে’র  মধ্যে বেতন-বোনাসের টাকা তুলতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

মাউশি’র সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক ছাড়া হয়েছে। অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেকগুলো হস্তান্তর করা হয়েছে।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়