ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ববিতে সশরীরে ক্লাস শুরু 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ২১ অক্টোবর ২০২১   আপডেট: ১০:৪৪, ২১ অক্টোবর ২০২১
ববিতে সশরীরে ক্লাস শুরু 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দীর্ঘ ১৮ মাস পর আজ থেকে নিজ নিজ বিভাগের ব্যবস্থাপনা অনুযায়ী সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়।

২০২০ সালের মার্চ মাস থেকে করোনার কারণে সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ থাকে। এতে করে ক্যাম্পাসের সঙ্গে শিক্ষার্থীদের বিচ্ছিন্নতা সৃষ্টি হয়।

দীর্ঘ ১৮ মাস পর আজ সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসহ উদ্দীপনা দেখা গেছে।

সকাল ১০টায় সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হলেও বেলা ১২টায় বিশ্বাবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বিভিন্ন ক্লাস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মুহসিন উদ্দিন।

তিনি বলেন, গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যায়ে ক্লাস কার্যক্রম শুরু করার বিষয়ে নোটিশ করা হয়। নোটিশে বলা হয়েছে, ক্লাস কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সবাইকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এর জন্য ক্যাম্পাসের একাধিক স্থলে হাত ধৌত করার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়ে ছিলো।

বরিশাল/স্বপন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়