ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রশ্নফাঁসের সুযোগ নেই, গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২ ডিসেম্বর ২০২১  
প্রশ্নফাঁসের সুযোগ নেই, গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: রাইজিংবিডি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। আমাদের যে পদ্ধতি তাতে প্রশ্নফাঁস হতে পারে না।  তবুও এর গুজব ছড়ানো এবং ফাঁসের কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেবো।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ পরিদর্শনে এসে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ২৩ তারিখেও আমাদের এইচএসসি পরীক্ষা হবে।  ওইদিন ইউপি নির্বাচনেরও তারিখ ছিল।  আমরা নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করেছি।  তারা নির্বাচন পিছিয়েছে। যে  কারণে ২৩ তারিখে পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আমরা আগামী বছরের পরীক্ষা পরিস্থিতির ওপর নির্ভর করে বছরের মাঝামাঝি নিয়ে আসার চেষ্টা করবো।

মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে যাদের টিকা দেওয়া হয়নি কিংবা টিকা প্রথম ডোজ দিয়েছে তাদের পরীক্ষার পরপরই খুব দ্রুত টিকা দেওয়া হবে।

এছাড়া পরীক্ষার রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এক মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান মন্ত্রী।
 

ইয়ামিন/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়