ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একনজরে কোন বোর্ডে পাসের হার কত

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৩০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৩:২০, ৩০ ডিসেম্বর ২০২১
একনজরে কোন বোর্ডে পাসের হার কত

এসএসসি পরীক্ষার ফলের বিস্তারিত তথ‌্য জানান শিক্ষামন্ত্রী

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

পড়ুন: এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৮

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। পরীক্ষায় মোট পাসের হার ৯৩.৫৮ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

শিক্ষা বোর্ডসমূহ থেকে পাওয়া তথ্য মতে, ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.১৫, এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪.৮০, জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৭.৫২, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন।  যশোর বোর্ডে পাসের হার ৯৩.০৯, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। বরিশালে পাসের হার ৯০.১৯, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৭১, জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৫০৯ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডে ৯৬.২৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন।  চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। এছাড়া, সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬.৭৮, জিপিএ-৫ পেয়েছে  ৪ হাজার ৮৩৪ জন। 

পড়ুন : এসএসসির ফল জানা যাবে যেভাবে

এছাড়া, মাদ্রাসায় পাসের হার ৯৩.২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩১৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৪৯, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৮৭ জন।

উল্লেখ‌্য, মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার নয় মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়।  সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

ঢাকা/ইয়ামিন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়