ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ স্নাতক পরীক্ষা শুরু

হাসমত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১২ এপ্রিল ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ স্নাতক পরীক্ষা শুরু

কেন্দ্র পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ

জেলা প্রতিবেদক
গাজীপুর, ১২ এপ্রিল : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের দ্বিতীয় বর্ষ স্নাতক পরীক্ষা শুরু হয়েছে। ১৫০টি কেন্দ্রে ৩১৯টি অনার্স কলেজের ২ লাখ ৫ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শনিবার সকাল ৯টায় শুরু হয়ে সারাদেশে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষা আগামী ৩১ মে পর্যন্ত চলবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ আজ রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আয়েশা খানম, মো. ফয়জুল করিম (পরিচালক), প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল শিপু।

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এবং কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনায় ভাইস-চ্যান্সেলর সন্তোষ প্রকাশ করেন।

 

রাইজিংবিডি/হাসমত/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়