ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাত কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১২ আগস্ট ২০২২  
সাত কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে। শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত৷

এবার রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজসহ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভবন-১, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভবন-২, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (পুরাতন হোম ইকনোমিক্স কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানান, এবার বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে আসন রয়েছে ৬ হাজার ৫০০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। আর সবমিলিয়ে সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে আসন রয়েছে ২১ হাজার ৫১৩টি।
 

/রায়হান/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়