ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিনা ছুটিতে বিদেশে ঢাবি শিক্ষক: তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২৭ নভেম্বর ২০২২  
বিনা ছুটিতে বিদেশে ঢাবি শিক্ষক: তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) সহকারী অধ্যাপক ক্ষণিকা গোপের বিনা ছুটিতে বিদেশে অবস্থানের অভিযোগ উঠেছে। 

বিনা ছুটিতে তিনি ৩৫৫ দিনের অধিক সময় বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে ওই শিক্ষক স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদত্যাগপত্র গ্রহণ না করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে। 

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সর্বশেষ সভায় তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়৷ ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সামাদ ও ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য। 

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানায়, রোববার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে আপাতত কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন কমিটির সদস্যরা।

ইয়ামিন/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়