ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রমজানে বন্ধ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২১ মার্চ ২০২৩  
রমজানে বন্ধ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

ফাইল ফটো

পুরো রমজান মাস বন্ধ থাকবে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। তবে, রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।

ছুটির তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হবে রমজানের ছুটি। এই ছুটি চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। এ সময়ে ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতরের ছুটি অন্তর্ভুক্ত আছে। কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ। মাদরাসায় রোজার ছুটি শুরু হবে বুধবার (২২ মার্চ)।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল, তা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে ২৩ মার্চ।

ইয়ামিন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়