ঢাকা     রোববার   ১৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৮ ১৪৩১

ইউনূসের বিচার স্থগিতের চাপের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২৩  
ইউনূসের বিচার স্থগিতের চাপের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিতের চাপের প্রতিবাদে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। শনিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী ও স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মো. শাহজাহান আলম সাজু বলেছেন, ইউনূসের বিচার স্থগিত চেয়ে নোবেল লরিয়েটসহ আন্তর্জাতিক ব্যক্তিবর্গের খোলা চিঠি স্বাধীন দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপ। 

মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স্বাশিপের সহ-সভাপতি অধ্যাপক মো. সাজিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি মোনতাজ উদ্দিন মর্তুজা, স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এ কে এম মোকসেদুর রহমান, বাংলাদেশ প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, স্বাধীনতা শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি এম আরজু, স্বাধীনতা শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী পরিষদের সভাপতি শাহজাহান খান, মেহেরুন্নেছা, অধ্যক্ষ আব্দুল আউয়াল, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ গোলাম মোস্তফা খোশনবিস, আকলিমা জাহান, অধ্যক্ষ নুর হোসেন, শান্ত ইসলাম প্রমুখ।

ইয়ামিন/রফিক 


সর্বশেষ

পাঠকপ্রিয়