ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২৬ নভেম্বর ২০২৩   আপডেট: ১৩:৪৭, ২৬ নভেম্বর ২০২৩
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ফাইল ফটো

নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ নভেম্বর) দুপুর এ ঘটনা ঘটে। এতে  বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল গনি রাইজিংবিডিকে বলেন, খবর পেয়ে আমরা সেখানে অতিরিক্ত পুলিশ পাঠিয়েছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুই কলেজেই সতর্ক অবস্থানে আছি। 

জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার পর পর নিউমার্কেট এলাকায় প্রিয়াঙ্কা মার্কেটের সামনে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়