ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

মেডিক্যাল ভর্তির ফলে নারীরা এগিয়ে, প্রথমও নারী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪  
মেডিক্যাল ভর্তির ফলে নারীরা এগিয়ে, প্রথমও নারী

তানজিম মুনতাকা সর্বা

দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাস করা শিক্ষার্থীদের মধ্যে নারীরা এগিয়ে রয়েছেন। প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থানও অধিকার করেছেন হলিক্রস কলেজের ছাত্রী তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের মধ্যে তার মোট প্রাপ্ত নম্বর ৯২.৫।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

পড়ুন- মেডিক্যাল ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৪৭.৮৩ 

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট পাস করেছে ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৪৫৭ বা মোট পাসের ৪০.৯৮ শতাংশ। অন্যদিকে, নারী ২৯ হাজার ৪৬৬ বা মোট পাসের ৫৯.০২ শতাংশ। 

এ ছাড়া, সরকারি মেডিক্যাল কলেজে সুযোগপ্রাপ্ত নারীদের সংখ্যা ৩ হাজার ৬৮ জন বা ৫৬.৫৪ শতাংশ। পুরুষ ২ হাজার ৩১২ জন বা ৪৩.২৬ শতাংশ। এখানেও নারীরা এগিয়ে রয়েছে বলে জানান তিনি।
 

মেয়া/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়