ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ২২:৩৭, ১৬ জুলাই ২০২৫
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ফাইল ফটো

গোপালগঞ্জে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষ স্থগিত করা হয়েছে। তবে, দেশের অন্য জেলায় পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গোপালগঞ্জ জেলা এই শিক্ষা বোর্ডের অধীনে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডর আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে ১৭ জুলাই সকালে অনুষ্ঠেয় এইচএসসির ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপালগঞ্জে স্থগিত হওয়া ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষার পরিবর্ততি সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।  

গোপালগঞ্জে এনসিপির সভা ঘিরে সংঘর্ষের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ ঘণ্টার কারফিউ জারি করেছে সরকার। বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার বিকেল ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে।”

ঢাকা/হাসান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়