ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জয় বাংলা কনসার্টে ৯ ব্যান্ড দল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয় বাংলা কনসার্টে ৯ ব্যান্ড দল

গত কয়েক বছর ধরে ইয়ং বাংলা আয়োজন করে আসছে—‘জয় বাংলা কনসার্ট’। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন করা হয়ে থাকে।

এবারো তার ব্যতয় ঘটছে না। আগামী ৭ মার্চ নগরীর আর্মি স্টেডিয়ামে ৬ষ্ঠবারের মতো অনুষ্ঠিত হবে এ কনসার্ট।

এবার পুরো আয়োজনজুড়ে থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। যেগুলো পরিবেশন করবে ৯টি ব্যান্ড দল। এরমধ্যে রয়েছে—ভাইকিংস, চিরকুট, লালন, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, নেমেসিস, শূন্য, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস ও এফ মাইনর। একই মঞ্চে আরো গান পরিবেশন করবেন সংগীতশিল্পী মিনার ও অ্যাভয়েড রাফা।

সংগীত পরিবেশনের পাশাপাশি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনসহ নানা আয়োজন রয়েছে। এ কনসার্টে অংশগ্রহণকারীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। খুব শিগগির এ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়