বউ নিয়ে মুম্বাইয়ের পথে শহিদ
রাশেদ শাওন || রাইজিংবিডি.কম
দিল্লি বিমান বন্দরে শহিদ-মিরা
বিনোদন ডেস্ক : বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই বউ নিয়ে মুম্বাইয়ে ফিরছেন শহিদ কাপুর। ফেরার পথে দিল্লির বিমানবন্দরে শহিদের সঙ্গে একসঙ্গে দেখা গেল নববধূ মিরা রাজপুত কাপুরকে।
পরিকল্পনা মতো মুম্বাইতেই অনুষ্ঠিত হবে শহিদ-মিরার বিয়ের দ্বিতীয় পর্ব। টিনশেন টাউনের ছোট বড় বহু নক্ষত্রকেও দেখা যাবে মুম্বাইয়ে শহিদ-মিরার আড়ম্বরপূর্ণ বিবাহত্তোর সংবর্ধনায়।
বিয়েতে একেবারে ট্র্যাডিশনাল ঘাঘরা-চোলি, বা সালোয়ার কুর্তায় দেখা গিয়েছে মিরাকে। অনিতা ডোগরা এবং অনামিকা খান্নার একাধিক ডিজাইনার পোশাক ছিল তালিকায়।
তবে মুম্বাইয়ে পথে তার দেখা মিলল একেবারে সাধারণ সাজে, মাসাবার ডিজাইনার সাদা-কালোর সঙ্গে গোলাপী প্যাচ ওয়ার্কের কুর্তিতে।
অন্যদিকে পেইন্ট ব্লশ ডেনিম আর সাদা স্লিম ফিট ক্যাসুয়াল শার্টে স্টাইলিশ শহিদ।
রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৫/রাশেদ শাওন/ফিরোজ
রাইজিংবিডি.কম