ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ হচ্ছে ‘হৃদয় ছোয়া দিন’র শুটিং

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ৬ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ হচ্ছে ‘হৃদয় ছোয়া দিন’র শুটিং

হৃদয় ছোয়া দিন সিনেমায় আশিক ও অঞ্জলি

রাহাত সাইফুল : সাজ্জাদ হায়দার পরিচালিত মুক্তিযুদ্ধের কাহিনিনির্ভর নির্মাণাধীন চলচ্চিত্র হৃদয় ছোঁয়া দিন। গত বছর শেষের দিকে শুটিং শুরু হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং বন্ধ ছিল। কয়েকমাস পর আবার বুধবার ৫ আগস্ট থেকে পুবাইলে ছবিটির শুটিং শুরু হয়েছে। তা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার।


নির্মাতা সাজ্জাদ হায়দার রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির দশ পার্সেন্ট শুটিং বাকি ছিল। আজ তা শেষ হচ্ছে। এর পরও কিছু কিছু দৃশ্য রিশুট করতে হবে। পাশাপাশি সিনেমাটির সম্পাদনা, ডাবিং এবং কালার কারেকশনের কাজও চলছে’।

 

সাজ্জাদ হায়দার জানান, ডিজিটাল আঙ্গিকে হৃদয় ছোঁয়া দিন চলচ্চিত্রটির দৃশ্য ক্যামেরা বন্দি করা হচ্ছে। এ নির্মাতার লেখা উপন্যাস হৃদয় ছোঁয়া ঢেউ অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি করছেন।


চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আশিক ও অঞ্জলি। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বায়েজিদ, সোমা, মুন, মাহি, নাজমুল প্রমুখ। এর কাহিনি, চিত্রনাট্য করেছেন পরিচালক সাজ্জাদ হায়দার।


ছবিটির দৃশ্য ধারণের কাজ হয়েছে মুন্সিগঞ্জের বিক্রমপুরের সিরাজদিখানে। এছাড়া কুয়াকাটা, খুলনায় একটি পুরনো যুদ্ধ জাহাজে ও এফডিসিতেও কিছু দৃশ্য ধারণ করা হয়।


এর নৃত্য পরিচালনা করছেন ওয়াসেক, যুদ্ধের দৃশ্য পরিচালনা করবেন মেজর মাসুদ ইকবাল (অব.)। এর সংগীত পরিচালনা করছেন কণ্ঠশিল্পী আগুন।

 

 


রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৫/রাহাত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়