ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাড়া ফেলেছে শহিদ-আলিয়ার ‘গুলাবো’ (ভিডিও)

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০১, ১৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাড়া ফেলেছে শহিদ-আলিয়ার ‘গুলাবো’ (ভিডিও)

বিনোদন ডেস্ক : বলিউডে শানদার সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শহিদ কাপুর ও আলিয়া ভাট। আর এই জুটিকে নিয়ে দর্শকদের যে ব্যাপক আগ্রহ তার প্রতিফলন ইতিমধ্যে মধ্যে দেখা গেছে, সিনেমাটির ফার্স্ট লুক, টিজার ও ট্রেইলারের ভিউয়ার সংখ্যায়। শানদার-এর পোস্টার, টিজার, ট্রেইলার মুক্তির পরপরই ভক্তরা বহুবার দেখেছে তা।

 

ব্যতিক্রম ঘটেনি সিনেমাটির গানের ক্ষেত্রেও। ১০ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পেয়েছে শানদার সিনেমার ‘গুলাবো’ গানটি। রিলিজ়ের পরই সাড়া ফেলেছে শহিদ-আলিয়া অভিনীত ‘গুলাবো’। গানটি দর্শকদের মুগ্ধ করেছে। শহিদ আর আলিয়ার ডান্সে বিমোহিত অনুরাগীরা।

 

কমেডি ঘরনার লাভস্টোরি, ডেসটিনেশন অব ম্যারেজ নিয়ে শানদার-এর কাহিনি। বিকাশ বেহেল পরিচালিত এ সিনেমায় বিয়ের পরিকল্পনাকারী জগজিন্দর যোগিন্দরের ভূমিকায় অভিনয়ে দেখা যাবে শহিদকে। এতে আলিয়ার চরিত্রের নামও আলিয়া। স্টুডেন্ট অব দ্য ইয়ার-এর পর শানদার-এ দ্বিতীয় বার বিকিনির দৃশ্যে দেখা যাবে আলিয়াকে।

 

এ ছাড়া এই সিনেমায় বাবা পঙ্কজ কাপুরের সঙ্গে অভিনয় করছেন শহিদ। সিনেমাটির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন শহিদ কাপুরের বোন সানাহ কাপুর।

 

সিনেমার যৌথ প্রযোজনায় রয়েছে করণ জোহরের ধর্মা প্রডাকশন এবং ফ্যান্থম ফিল্মস। বলিউডের আগামী ২২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

 

দেখুন: শানদার সিনেমায় শহিদ-আলিয়ার ‘গুলাবো’ গানটি

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়