বলিউডের জনপ্রিয় ১০ অ্যাডাল্ট কমেডি
মারুফ খান || রাইজিংবিডি.কম
ছবির কোলাজ
বিনোদন ডেস্ক : ২০১৬ সালকে বলা হচ্ছে- বলিউডের অ্যাডাল্ট কমেডি সিনেমার বছর। এ বছর মুক্তি পেয়েছে ক্যায়া কুল হ্যায় হাম থ্রি এবং মাস্তিজাদে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে গ্রেট গ্র্যান্ড মাস্তি সিনেমাটি। তবে এর আগেও বলিউডে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি অ্যাডাল্ট কমেডি সিনেমা। যেগুলো মুক্তির পর পেয়েছে দর্শকপ্রিয়তা। বলিউডে মুক্তিপ্রাপ্ত ১০ জনপ্রিয় অ্যাডাল্ট কমেডি সিনেমা নিয়ে এ রচনা।
মাস্তিজাদে : বলিউড সেনসেশন সানি লিওন অভিনীত সিনেমা মাস্তিজাদে। মাস্তিজাদে সিনেমাটি প্রযোজনা করেছেন প্রীতিশ নন্দি এবং রঙ্গিতা নন্দি। সিনেমাটির পরিচালক মিলাপ জাভেরি।
সিনেমাটি সমালোচক, দর্শকদের কাছে থেকে ভালো সাড়া পেয়েছিল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- অভয় দেওল, মাহি গিল এবং কাল্কি কোচলিন।
রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৬/মারুফ/শান্ত
রাইজিংবিডি.কম