ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আহত মৌসুমী হামিদ

শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২৩ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আহত মৌসুমী হামিদ

ছবি : সংগৃহীত

আমিনুল ই শান্ত : শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। আজ শনিবার একটি নাটকের শুটিং চলাকালে চুড়ি ভেঙে মৌসুমীর হাতে ঢুকে যায়। এতে হাতের অনেকটা জায়গা কেটে যায় এবং রক্তক্ষরণ হয়। এ জন্য স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাও নিতে হেয়েছে তাকে।  মৌসুমী হামিদের সঙ্গে আলাপকালে রাইজিংবিডিকে তিনি এ তথ্য জানান।  

 

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘‘কালিয়াকৈরে ‘সংকট’ নাটকের শুটিং করছি। একটি দৃশ্যের শট দিচ্ছিলাম। কিন্তু কখন যে চুড়ি ভেঙে হাতে ঢুকে যায় টের পাইনি। পরিচালক স্ক্রিনে আমার হাতে রক্ত দেখতে পান। রক্তপাত বন্ধ হচ্ছিল না। যে কারণে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। হাতে ৬টি সেলাই পড়েছে। এখন রক্তক্ষরণ বন্ধ হয়েছে। ব্যথার ইনজেকশনও নিয়েছি। এখন ভালো আছি।’’

 

তিনি আরো বলেন, ‘শুটিং সেটের কাছে হাসপাতাল থাকায় ভালো হয়েছে। না হলে হয়তো আরো কিছুটা কষ্ট পেতে হতো। এখন অন্যদের শট চলছে। আমি সেটে রেস্ট নিচ্ছি। বিকেলের দিকে অবার শুটিংয়ে অংশ নেব ইনশাল্লাহ।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৬/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়