ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দশটি সুরে দশটি নৃত্য

শামটি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২৮ নভেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দশটি সুরে দশটি নৃত্য

দীপা খন্দকার পরিচালিত নৃত্য

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ২৮ নভেম্বর :  বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘দশটি সুরে দশটি নৃত্য’ শিরোণামে নৃত্যানুষ্ঠান।

নৃত্য হচ্ছে সার্বজনীন ভাষা। একমাত্র নৃত্যের মাধ্যমে অতি সহজেই আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। নৃত্যকলা আমাদের শিল্প মাধ্যমগুলোর মধ্যে একটি অন্যতম শিল্পমাধ্যম হিসেবে স্বীকৃত।

নানা প্রয়াসে নানা উদ্যোগে নৃত্যকলার উন্নয়ন ও বিকাশ হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নৃত্যশিল্পীরা নৃত্যচর্চারত থেকে নৃত্যের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। তাঁদের অব্যাহত নৃত্যচর্চা ও সাধনা নৃত্যের মানকে আশানুরূপ উচ্চতায় পৌঁছে দিচ্ছে।

সৃজনশীল নৃত্যচর্চার প্রসার ও সংরক্ষণের ক্ষেত্রে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে দেশের ১০জন বিশিষ্ট সংগীত পরিচালক ১০টি মৌলিক সুর সৃষ্টি করেন এবং উক্ত মৌলিক সুরের উপর ১০জন বিশিষ্ট নৃত্য পরিচালক ১০টি নৃত্য পরিচালনা করেন।

সংগীত পরিচালক আলম খানের সুরে নৃত্য পরিচালনা করেন দীপা খন্দকার, ফুয়াদ নাসের বাবুর সুরে ওয়ার্দা রিহাব, মকসুদ জামিল মিন্টুর সুরে অনিক বোস, আলী হোসেনের সুরে তামান্না রহমান, শেখ সাদী খানের সুরে মুনমুন আহমেদ, আলাউদ্দিন আলীর সুরে কবিরুল ইসলাম রতন, আলী আজগর খোকনের সুরে মিনু হক, আলী আকবর রুপুর সুরে শর্মিলা বন্দোপাধ্যায়, বিপ্লব বড়–য়ার সুরে এম. আর. ওয়াসেক এবং সুজেয় শ্যামের সুরে বেলায়েত হোসেন খান।

‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় বুধবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল মান্নান হাওলাদার, সদস্য, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ  পরিকল্পনা কমিশন, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব ড. রণজিত কুমার বিশ্বাস, বিশিষ্ট নৃত্য ব্যক্তিত্ব আমানুল হক, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক  লিয়াকত আলী লাকী ।


রাইজিংবিডি / শামটি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়