ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামী-স্ত্রীর চরিত্রে ইরফান-তিশা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বামী-স্ত্রীর চরিত্রে ইরফান-তিশা

বিনোদন ডেস্ক: এর আগেও জুটি বেঁধে টেলিভিশন নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এবার ‘অবশেষে’ একক নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে এ জুটিকে।

রিফাত আদনান পাপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক নাজমুল রনি। নাটকের গল্প প্রসঙ্গে এ নির্মাতা জানান, বউ সেজে বাসর ঘরে বসে আছেন মিথিলা। এমন সময় সায়র এসে তাকে এমন কিছু কথা বলে যার জন্য মোটেও প্রস্তুত ছিল না মিথিলা। পরিস্থিতি এমন যেন— তাদের বিয়েই হয়নি। সায়র সকালে উঠে অফিসে চলে যায়। অফিস থেকে ফিরে রাতে আলাদা ঘরে সময় কাটায় সায়র। মিথিলা চুপচাপ সবকিছু সহ্য করে যেতে থাকে। একদিন সায়রের ঘরে উঁকি দিয়ে থমকে যায় মিথিলা। তার পরের গল্প জানতে নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন এই পরিচালক।

সায়র-মিথিলা দম্পতির চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এছাড়াও অভিনয় করেছেন কাজী উজ্জল, মম আলী, সোহানী ইশরাত, পিয়াসা প্রমুখ। আগামী ৫ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়