ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুটি বাঁধছেন শান্ত খান-ঋত্বিকা সেন

প্রকাশিত: ১২:২৫, ৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুটি বাঁধছেন শান্ত খান-ঋত্বিকা সেন

‘নষ্ট’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘খোদার পরে মা’, ‘সমাধি’, ‘জন্ম তোমার জন্য’, ‘সন্তান আমার অহংকার’, ‘লাভ ম্যারেজ’সহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমার নির্মাতা শাহীন সুমন। এবার এই নির্মাতা ‘গ্যাংস্টার’ নামে নতুন সিনেমার কাজ শুরু করছেন। এতে বাংলাদেশের শান্ত খানের বিপরীতে কলকাতার ঋত্বিকা সেন অভিনয় করবেন। এছাড়া দেশ-বিদেশের আরো কিছু জনপ্রিয় শিল্পীকে দেখা যাবে বলে জানান এই নির্মাতা।

আন্ডারওয়ার্ল্ডের গল্পে এই সিনেমার শুটিং ফেব্রুয়ারিতে শুরু হবে বলে জানান শাহীন সুমন। এ প্রসঙ্গে তিনি বলেন, শান্ত খানের বিপরীতে থাকবেন ঋত্বিকা সেন। এছাড়া পপি ও আনিসুর রহমান মিলন জুটিকে দেখা যাবে।’

শান্ত খান বর্তমানে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমার কাজ করছেন। এতে তার বিপরীতে রয়েছে ওপার বাংলার শ্রাবন্তী। স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত সিনেমায় শ্রাবন্তী-শান্ত ছাড়াও অভিনয় করছেন বলিউডের রাহুল দেব। সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন সানি লিওন।এদিকে গত বছর ‘প্রেমচোর’ সিনেমার মধ্যে দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শান্ত খান। এতে তার সঙ্গে জুটি বাঁধেন ভারতের নেহা আমানদীপ।

 

ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়