ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নায়ক নয়, গায়ক হয়ে আসছেন শুভ

প্রকাশিত: ১০:৫২, ১২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নায়ক নয়, গায়ক হয়ে আসছেন শুভ

আরিফিন শুভ

করোনা প্রকোপে থেমে গেছে বিশ্ব। চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ। স্বাভাবিক কারণে ঈদের সিনেমাও এবার মুক্তি পাচ্ছে না।

আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা মুক্তি পাচ্ছে না। সিনেমা মুক্তি না পেলেও ভক্তদের হতাশ করতে চান না শুভ। এজন্য নায়ক হয়ে নয়, গায়ক হিসেবে হাজির হবেন তিনি।

এরই মধ্যে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন শুভ। ‘মনটা বোঝে না’ শিরোনামে এ গানের কথা কে জিয়া। সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও কে জিয়া। গানটি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। আগামী ঈদুল ফিতরে ভিডিওটি শুভ তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন।

এ প্রসঙ্গে শুভ বলেন, ‘আমার দর্শক–ভক্তদের জন্য এটি একটি চমক। আমি তো গানের মানুষ না। কিন্তু যেকোনোভাবেই হোক এই কাজটি করা হয়েছে। এই ঈদে মিশন এক্সট্রিম ছিল ভক্তদের জন্য আমার বড় উপহার। কিন্তু সিনেমাটি মুক্তি দেওয়া গেল না। তাই এই গানটি তাদের জন্য ছোট্ট উপহার।’

লকডাউনের মধ্যে বাসায় বসে শুটিং শেষ করেছেন শুভ। আর ক্যামেরা চালিয়েছেন তার স্ত্রী অর্পিতা। এ প্রসঙ্গে শুভ বলেন, ‘অর্পিতা আগে থেকেই ফটোগ্রাফি করে। তাই কাজটা করতে সহজ হয়েছে এবং ভালোই হয়েছে। আশা করছি, ভক্তদের খারাপ লাগবে না।’

এর আগে ‘অগ্নি’ সিনেমায় কয়েক লাইন গেয়েছিলেন শুভ। তবে এবারই প্রথম নিজের গাওয়া গান দর্শক শ্রোতাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছেন এই চিত্রনায়ক।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়