Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০৯ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২৪ ১৪২৭ ||  ২৪ রজব ১৪৪২

‘বিশেষ সময়’ কাটাইনি বলে সিনেমা থেকে বাদ পড়েছি: শ্রীলেখা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৫, ১৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বিশেষ সময়’ কাটাইনি বলে সিনেমা থেকে বাদ পড়েছি: শ্রীলেখা

শ্রীলেখা মিত্র

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর ফিল্ম ইন্ডাস্ট্রির জঘন্য রাজনীতি ও পক্ষপাতদুষ্টের কথা সামনে আসছে। বলিউডের অনেক তারকা এসব নিয়ে অবসাদে ভুগেছেন বলেও জানিয়েছেন।

সুশান্তর আত্মহত্যার প্রভাব টলিউড ইন্ডাস্ট্রিতেও পড়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ অভিনেত্রী বলেন—ইন্ডাস্ট্রিতে ক্যাম্প আছে। নায়ক কিংবা তার প্রেমিকার আবদারে সিনেমা থেকে অন্য অভিনেতাকে সরিয়ে দেওয়া হয়। অনেক দিন ধরে এসব টলিউডেও চলছে। আজ সুশান্তের আত্মহত্যার কারণে ইন্ডাস্ট্রির জঘন্য রাজনীতি নিয়ে আমরা সরব।

অভিনয় ক্যারিয়ারে নিজেও পক্ষপাতদুষ্টের শিকার হয়েছেন শ্রীলেখা। সেই ঘটনা জানিয়ে এ অভিনেত্রী বলেন— অন্নদাতা সিনেমাটি সুপারহিট হয়। পরের সিনেমায় সাইন করার কিছু দিন পর জানলাম আমাকে বাদ দেওয়া হয়েছে। সিনেমার নায়কের সঙ্গে যে প্রেম করছেন, তাকেই নেওয়ার দাবি এসেছিল।

প্রযোজক-পরিচালকের সঙ্গে সময় না কাটানোর কারণে অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন শ্রীলেখা। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন—পার্টিবাজ প্রযোজক-পরিচালকের সঙ্গে ডিনারে যাইনি, বিশেষ সময় কাটাইনি বলেই আমাকে অনেক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। এতে মন খারাপ হয়েছে কিন্তু মনোবল ভাঙেনি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়