ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনামুক্ত হলেন ঐশ্বরিয়া-আরাধ্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনামুক্ত হলেন ঐশ্বরিয়া-আরাধ্য

মায়ের কোলে আরাধ্য

করোনামুক্ত হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার ৮ বছর বয়েসি কন্যা আরাধ্য। আজ (২৭ জুলাই) বিকালে এক টুইটে এ তথ্য জানিয়েছেন অভিনেতা অভিষেক বচ্চন।

টুইটে অভিষেক বচ্চন লিখেছেন—ঐশ্বরিয়া ও আরাধ্যর কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাদের দুজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে। এখন থেকে তারা বাসায় থাকবে। আমি এবং বাবা (অমিতাভ বচ্চন) হাসপাতালেই রয়েছি। আপনাদের প্রার্থনা ও শুভকামনা এভাবেই যেন আমাদের সঙ্গে থাকে।

চলতি মাসে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ বছর বয়েসি অমিতাভ বচ্চন। এরপর তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সে রাতেই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন অভিষেক বচ্চনও। তারপর এ অভিনেতাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

অমিতাভ-অভিষেকের পর একসঙ্গে কোভিড-১৯ পরীক্ষা করানো হয় বচ্চন পরিবারের অন্য সদস্যদেরও। প্রথম দফায় জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যার পরীক্ষার ফল নেগেটিভ আসে।

দ্বিতীয়বার সোয়াব টেস্টের রিপোর্টে জানা যায়—ঐশ্বরিয়া ও আরাধ্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এসময় মা-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হলে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

 

ঢাকা/শান্ত

রাইজিং বিডি

সর্বশেষ

পাঠকপ্রিয়