ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনামুক্ত ঐশ্বরিয়ার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনামুক্ত ঐশ্বরিয়ার আবেগঘন পোস্ট

জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি তিনি ও তার মেয়ে আরাধ্য করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট করেছেন ঐশ্বরিয়া। তিনি লিখেছেন, ‘বাবা, অভিষেক, প্রিয় পরী এবং আমার জন্য আপনাদের প্রার্থনা, উদ্বেগ, শুভকামনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আবেগাপ্লুত হয়েছি ও চিরদিন ঋণী থাকব। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। সবসময়ই আপনাদের জন্য নিখাদ, গভীর এবং অন্তরের অন্তস্থল থেকে আমার ভালোবাসা ও প্রার্থনা থাকবে। সুস্থ ও নিরাপদ থাকুন। সৃষ্টিকর্তা সহায় হোন। আপনাদের জন্যও ভালোবাসা।’

গত ১১ জুলাই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অমিতাভ বচ্চন। ওই দিন রাতে অভিষেক বচ্চনও কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার খবর দেন। দুজনই মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া শুরু করেন। পরদিন কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন ঐশ্বরিয়া রাই ও আরাধ্য। শুরুতে বাড়িতে চিকিৎসা নিলেও কয়েকদিন আগে তাদের হাসপাতালে নেওয়া হয়। এরপর সোমবার (২৭ জুলাই) সুস্থ হয়ে বাড়ি ফেরেন তারা।

তবে অমিতাভ বচ্চন ও অভিষেক এখনো নানাবতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিষেক লেখেন, ‘তারা (ঐশ্বরিয়া ও আরাধ্য) এখন থেকে বাড়িতে থাকবে। বাবা ও আমি মেডিক্যাল স্টাফদের তত্ত্বাবধায়নে হাসপাতালে থাকব।’

এদিকে পুত্রবধূ ও নাতনির হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন, ‘“পিচ্চি ও বহুরানি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, চোখের জল আটকাতে পারলাম না। ঈশ্বর, আপনার অসংখ্য কৃপা।’

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়