RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৪ ১৪২৭ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪২

স্বামী-স্ত্রী হয়ে ফিরলেন মনোজ-প্রভা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:২৬, ২২ সেপ্টেম্বর ২০২০
স্বামী-স্ত্রী হয়ে ফিরলেন মনোজ-প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও অভিনেতা মনোজ প্রামাণিক। তারা দুজন বাস্তব জীবনে ভালো বন্ধু। একসঙ্গে বেশ কিছু নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

এবার তারা ভালোবেসে বিয়ে করেছেন। তবে বাস্তবে নয়, ‘টেডি বিয়ার’ শিরোনামের নাটকে এমন গল্প দেখা যাবে। আতিফ আসলাম বাবলুর পরিচালনায় এই নাটকটি আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার করা হবে।

এর গল্পে দেখা যাবে- ভালোবেসে বিয়ে করেন মনোজ প্রামাণিক ও সাদিয়া জাহান প্রভা। মনোজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। বেশ ভালোই চলছিল তাদের ছোট্ট সংসার। সদ্য বিবাহিত জীবন আনন্দ আর খুনসুটিতে চলছিল, তখন আরো একটি সু-খবর তাদের দরজায় কড়া নাড়ে। অর্থাৎ প্রভা মা হতে চলেছেন। এমন খবরে খুশিতে আত্মহারা প্রভা। কিন্তু মনোজকে এ খবর জানাতেই গল্প মোড় নেয় অন্যদিকে। 

জিয়াউল হক মানুন প্রযোজিত এই নাটকে প্রভা-মনোজ ছাড়াও অভিনয় করেছেন বাসার বাপ্পিম পাপিয়া, নয়ন খানসহ অনেকে।

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়