ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাবা আমার জীবনের বড় শিক্ষক: তিশা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ৫ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:৫১, ৫ অক্টোবর ২০২০
বাবা আমার জীবনের বড় শিক্ষক: তিশা

‘আমরা অজ্ঞ থাকব বলে বদ্ধপরিকর ছিলাম আর আমাদের শিক্ষকরা আমাদের মন পাল্টানোর চেষ্টা করে যাচ্ছিলেন’—উক্তিটি প্রায় সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ শৈশবে শিক্ষাজীবন শুরুর পর থেকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রায় সবাইকেই যেতে হয়।

পৃথিবীতে যারা সফল কিংবা ব্যর্থ, তাদের প্রত্যেকের জীবনে শিক্ষকের গভীর প্রভাব রয়েছে। কারণ একজন শিক্ষক তার ছাত্র-ছাত্রীদের বরাবরই সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেন। যাতে তার ছাত্র-ছাত্রীরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারেন। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অবদান স্মরণ করে তাদের শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন তিনি। এই প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক তার জীবনে অবদান রেখেছেন বলে জানিয়েছেন তিশা।

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে তিশা বলেন, ‘জীবনে অনেক শিক্ষকের সান্নিধ্য পেয়েছি। ভিকারুননিসায় আমার প্রিয় শিক্ষক ছিলেন হামিদ আলী। তিনি আমাদের হাতে-কলমে শিক্ষা দেন নাই। কিন্তু যে প্রসিডিউরের মধ্য দিয়ে শিক্ষা দিয়েছেন, তা এখনো জীবনে কাজে লাগছে।’

একই প্রতিষ্ঠানের আরেকজন শিক্ষকের কথা বিশেষভাবে স্মরণ করেছেন তিশা। তিশা বলেন, ‘আরেকজন শিক্ষকের কথা না বললেই নয়। তিনি হলেন জামানারা আপা। ভিকারুননিসায় পড়তে গিয়ে তাকে পেয়েছি। আপা আমাদের অর্থনীতি পড়াতেন। জামানারা আপা আমাকে অনেক বেশি সাহায্য করেছেন। আমার বাবা মারা যাওয়ার পর স্কুল থেকে আমাকে যতটুকু সাপোর্ট করা হয়েছে, তার সবগুলোতে তার অবদান ছিলো। আজকে শ্রদ্ধার সঙ্গে আপাকে স্মরণ করছি। পৃথিবীর সকল শিক্ষকদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।’

একাডেমিক শিক্ষাই শেষ কথা নয়— একথা গভীরভাবে বিশ্বাস করেন তিশা। পরিবার থেকেই মানুষ জীবনের বড় শিক্ষা গ্রহণ করে। তাই তিশার জীবনের বড় শিক্ষক তার বাবা-মা। তিশা বলেন, ‘শিক্ষা মানুষের পুরো জীবনের বিষয়। আমার জীবনের শিক্ষক আমার বাবা। তিনি আজ বেঁচে নেই। তার শিক্ষাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তার শিক্ষা এখনো আমাকে স্থির থাকতে সাহায্য করছে। জীবনের দ্বিতীয় শিক্ষক আমার মা। আমার বাবা-মা আমার জীবনের মেন্টর, টিচার।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়