ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাকবিতণ্ডায় সৃজিত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ১৬ অক্টোবর ২০২০   আপডেট: ১০:২৬, ১৬ অক্টোবর ২০২০
বাকবিতণ্ডায় সৃজিত

গত ১৪ অক্টোবর চলচ্চিত্র নির্মাণ ক্যারিয়ারে এক দশক পূর্ণ করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। এদিন ভার্চুয়ালসহ বিভিন্ন মাধ্যমে প্রিয় নির্মাতাকে শুভেচ্ছা জানিয়েছেন তার ঘনিষ্ঠজন ও ভক্তরা।

আর এই শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়িয়েছেন সৃজিত মুখার্জি। ১৪ অক্টোবর সৃজিত এক টুইটে তার ক্যারিয়ারের সমস্ত কাজ ও প্রাপ্তির একটি তালিকা দেন। এই টুইটে মন্তব্য করে সৃজিতকে শুভেচ্ছা জানান অর্থনীতির শিক্ষক ও টলিউড পরিচালক সুমন ঘোষ। আর সেই টুইটকে কেন্দ্র করেই তৈরি হয়েছে জটিলতা।

টুইটে সুমন ঘোষ লিখেছেন—‘বাংলা চলচ্চিত্রে আপনার অবদানের জন্য অনেক অভিনন্দন। আপনার নিজের স্কোরকার্ড এভাবে প্রচার করতে দেখে অস্বস্তি হচ্ছে। এর আগে এই পেশার সঙ্গে যুক্ত কাউকে এরকম করতে দেখিনি। তবে বিদ্বেষ থেকে এ কথাগুলো বলছি না। এটি হয়তো রুচির উপর নির্ভর করে।’

সুমনের এই পোস্টের জবাব দিয়েছেন সৃজিত। ফিরতি মন্তব্যে সৃজিত লিখেছেন—‘একজন পরিসংখ্যানবিদ/অর্থনীতিবিদের কাছ থেকে এমন কথা শুনে অবাক হচ্ছি। যে মানুষ অন্যের বক্স অফিস আয় নিয়ে কথা বলেন এবং অন্যকে বিচার করতে কুণ্ঠাবোধ করেন না, তিনি এমন কথা বললে অবাক লাগে। কিন্তু এটা রুচিবোধের বিষয়। যা সকলের এক নয়।’

সৃজিতের এই মন্তব্যের জবাবে সুমন লিখেন—‘সাফল্যের কথা নিশ্চয়ই বলবে। তবে যে সফল সে নিজে নয়, বলবে অন্যরা।’ এই মন্তব্যের জবাবে সৃজিত লিখেন—‘নিশ্চয়ই আপনার উপলব্ধি কোনো বিদ্বেষ, ঈর্ষা বা নিরাপত্তাহীনতা থেকে আসেনি। এটা কেন আসবে?’

২০১০ সালে ‘অটোগ্রাফ’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন সৃজিত। চলচ্চিত্রটি জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যবসায়ীকভাবেও সফল হয়। পরবর্তীতে ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’, ‘নির্বাক’, ‘রাজকাহিনি’-এর মতো চলচ্চিত্র উপহার দেন এই নির্মাতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ