ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্বাসকষ্ট বেড়েছে, হাসপাতালে আজিজুল হাকিম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১২ নভেম্বর ২০২০   আপডেট: ২১:৫৯, ১২ নভেম্বর ২০২০
শ্বাসকষ্ট বেড়েছে, হাসপাতালে আজিজুল হাকিম

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। কিন্তু এ অভিনেতার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সিনিয়র মেডিক‌্যাল অফিসার (সার্জারি) ডা. ওয়াজেদ জামিল বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াজেদ জামিল রাইজিংবিডিকে বলেন—বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন আজিজুল হাকিম। কিন্তু ওনার অক্সিজেনের মাত্রা কমে ৮৬ শতাংশে নেমে এসেছে। যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হয়েছে। শ্বাসকষ্ট ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা আপাতত নেই।  

আরো পড়ুন:

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজিজুল হাকিমের স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও তাদের পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। এর আগে বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করান তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের রিপোর্ট পজিটিভ আসে।

ছাত্রজীবনে আরিয়ানাক থিয়েটারে যুক্ত হন আজিজুল হাকিম। ১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যোগ দেন। তারপর অনেক দর্শকপ্রিয় মঞ্চ-টিভি নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসার আলো করে আসে কন্যা নাযাহ হাকিম ও পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়